নিজস্ব প্রতিবেদক ।।
ময়মনসিংহ গৌরীপুরে ১১ নং কোণাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪ টায় গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন এলাকাবাসীর পক্ষে উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য কামাল হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা তার ক্ষমতা বলে বিভিন্ন অনিয়ম স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্যসহ আর্থিকভাবে দুর্নীতির বিরুদ্ধে গত ২৫ আগস্ট বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। পরবর্তী গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামসহ অপর সহকারী শিক্ষা কর্মকর্তাগণ সরেজমিনে তদন্ত করার সময় প্রধান শিক্ষক তার অনিয়ম দুর্নীতর কথা স্বীকার করে জবানবন্দি দেন। শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, ভুক্তভোগীরা পরবর্তী সময় উক্ত প্রতিবেদন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিকট প্রেরণ করেন। কিন্তু অদ্যবধি উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় এবং তাঁর স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ে উন্নয়নসহ শিক্ষার মান নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী।
সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেনঃ
মো মজিদুল হক, মো দুলাল মেম্বার, মো কামাল হোসেন পুতুল, মো ওয়াসিম, মো আমিরুল মোমেনীন রিপন, ফারুক আহমেদ খায়রুল,মো নবী নেওয়াছ, মো আব্দুল গনি প্রমুখ।