‘আহ যদি শুধু অভিনেতাই হতে পারতাম’ শাহরিয়ার নাজিম জয়ের আক্ষেপ

সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

বিনোদন ডেস্কঃ সময়টা মোটেও ভালো যাচ্ছে না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের। বরাবরই নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতেন তিনি। উপস্থাপনা অনুষ্ঠানে অতিথিকে বিতর্কিত প্রশ্ন করায় বা অপমান করার কারণেও বারবার কটাক্ষের স্বীকার হয়েছেন।সময়টা মোটেও ভালো যাচ্ছে না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের। বরাবরই নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতেন তিনি। উপস্থাপনা অনুষ্ঠানে অতিথিকে বিতর্কিত প্রশ্ন করায় বা অপমান করার কারণেও বারবার কটাক্ষের স্বীকার হয়েছেন।

শোবিজে ২৫ বছর পথচলা উপলক্ষে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জয়। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করলাম। নানান উত্থান-পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা।

এরপর লিখেছেন, ‘মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। যদি শুধু অভিনেতাই হতে পারতাম! তাহলে হয়তো শুধু ভালোবাসাটাই পেতাম।

সবশেষে তিনি লিখেছেন, অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরও মধুর হতো। এক জীবনে শত জীবনের বৈচিত্র্য নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোনো কাজে নেই। আমি এখন জিম্মি। বলেন তো জিম্মি কি?