চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড’র প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত

মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

 

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ।।

উপজেলা পর্যায়ে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধায় সদর উপজেলা পরিষদ সভাকক্ষে গণশুনানী অনুষ্ঠানের আয়োজন করে জেলা লিগ্যাল এইড অফিস।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুনের সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রুখসানা খানম। লিগ্যাল এইড অফিসার বিনামূল্যে সরকারি আইন সহায়তা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য উদাত্ত আহবান জানান।

গণশুনানীতে সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির ও সচেতন নাগরিক সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।