সাঁথিয়ায় বিএনপি থেকে ভিপি শামসুলকে বহিষ্কার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

 

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:

সাঁথিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর যুগ্ম আহবায়র ভিপি শামসুর রহমানকে বহিষ্কার আদেশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে এক লিখিত বক্তব্য তিনি বলেন, এ সময় তিনি বলেন জেলা কমিটি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে আমাকে বহিষ্কার করেছে তা সম্পূর্ণ ভাবে মনগড়া। গত শুক্রবার আমি বা আমার কোন কর্মীই অস্ত্রশস্ত্র লাঠি সোটা নিয়ে মিছিল করে নাই। যে অভিযোগ এনে আমাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার আদেশ দেয়া হয়েছে তা আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এটা করা হয়েছে। আমাকে যদি বহিষ্কার করাই হয় তাহলে জেলা কমিটির মিটিং করে রেজুলেশন করে আমাকে বহিষ্কার করা দরকার ছিলো। কিন্তু তারা সেটা না করে শুধু আহ্বায়ক ও সদস্য সচিব দুজন মিলে তাদের ব্যক্তিগত আক্রোশ থেকে আমাকে বহিষ্কার করেছে। সাংবাদিক ভাইয়েরা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বেড়া পৌর বিএনপির কাউন্সিলে আমি বা আমার কোন কর্মীই সেখানে গিয়ে বাধাগ্রস্থ করে নাই। যদি বাধা গ্রস্থ করতো তাহলে কাউন্সিল ভুন্ডুল হয়ে যেতো। আমি চাই সাংবাদিক ভাইয়েরা আমার বিরুদ্ধে যে অভিযোগ করে আমাকে বহিষ্কার করা হয়েছে, সেই অভিযোগটি আপনারা তদন্ত করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।

 

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী রাফিকুল ইসলাম, উপজেলা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ফজলুল হক, উপজেলা আহবায়ক কমিটির

সদস্য ফজলুল বারী ঠান্টু, আজিমুদ্দিন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য শাজাহান আলীসহ সব ইউনিয়নের নেতাকর্মী প্রমুখ।