স্টাফ রিপোর্টারঃ “স্মার্ট লাইভ স্টক,স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ চত্বরে উপজেলার খামারি গনের গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারিমন জাহান লুনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, খামারি সাংবাদিক তসলিম উদ্দিন, আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উদ্যোক্তা ও খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।