জাতির সংবাদ ডটকম।।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী ও অনুপ্রবেশকারীর স্থান হবে না। ঢাকা-৫ আসনে যত বড় চাঁদাবাজ ও সন্ত্রাসী হোক না কেন নেতাকর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে। ’
আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাই ঢাকা-৫ আসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না।
এসময় তিনি রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বাদল সরদার, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এহতেশাম উদ্দিন নকীব, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল মোল্লা, সাধারণ সম্পাদক আহসানুল কবির, সাংগঠনিক সম্পাদক মাসুদ, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, তারিকুল ইসলাম তারেকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।