সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা: পাবনার সাঁথিয়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছেন। শনিবার দুপুরে সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখা ও দৌলতপুর জেল এক্স এর উদ্যোগে ৫০০ জন গরিব অসহায় ও শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ পূর্ব অনুষ্ঠানে সহকারি অধ্যাপক কামাল পাশার সভাপতিত্বে ও মাসুদ মল্লিক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,সাবেক আমীরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন, আরো বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামির উপজেলা আমির মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনিসুর রহমান,অধ্যক্ষ আব্দুল মালেক, পৌর আমির হাফেজ আব্দুল গফুর, নিজাম উদ্দিন প্রমুখ।