সাঁথিয়ায় (পাবনা) সংবাদদাতা:
পাবনা সাঁথিয়ায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পৌর বিএনপির কার্যালয়ে উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও বিএনপি নেতা আশিক ইকবাল রাসেলের পরিচালনায় ,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির মামলা ও গুম-খুন বিষয়ক সমন্বয়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব সালা্হউদ্দিন খান। বিশেয অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম কাশু, পৌর যুবদলের সদস্য সচিব ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুল ইসলাম রিপন, এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন, । অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া ও কেক কাটা হয় ।