জাতীয় ঐক্য সংহত করতে জোর ভুমিকা রাখবে এবি পার্টি

সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

জাতির সংবাদ ডটকম।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র নবনির্বাচিত জাতীয় নির্বাহী পরিষদের প্রথম সভা ১৯ জানুয়ারি ২০২৫ইং রবিবার বিকাল ৩টায় পল্টনের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সভায় সিনিয়র নেতৃবৃন্দসহ নির্বাচিত সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভার স্বাগত বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন; গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি গঠনতন্ত্র মেনে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছে। দল হিসেবে এবি পার্টি জাতীয় দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে; এটা আমাদের স্বপ্ন ও অঙ্গীকার। তিনি জাতীয় নির্বাহী পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, সারাদেশে সংগঠন বিস্তার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য এখন সবাইকে একযোগে কাজ করতে হবে।

স্বাগত বক্তব্যের পর পার্টির দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা কাউন্সিলের কার্যবিবরণী পর্যালোচনার জন্য সভায় উপস্থাপন করেন। এতে আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, আমিনুল ইসলাম এফসিএ ও শাহাদাতুল্লাহ টুটুল। কার্যবিবরণীর উপর পর্যালোচনা পর্যালোচনাগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় কাউন্সিলের আয় ও ব্যয় পর্যালোচনার জন্য হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ। এবিষয়ে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা সহ অধিকাংশ নির্বাহী পরিষদ সদস্য আলোচনায় অংশগ্রহণ করেন। এতে ব্যায়ের খাত সমুহ, ঋণ ও ঘাটতি নিয়ে বিষদ আলোচনা শেষে ঋণ পরিশোধের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। আয়-ব্যায় পর্যালোচনা শেষে পার্টির চেয়ারম্যান মজিবুর মঞ্জু এনইসি মনোনয়নসহ বিভিন্ন সম্পাদকীয় পদের জন্য সভায় প্রস্তাবনা উপস্থাপন করেন। এসময় সংগঠন বিস্তার, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন, প্রবাসী সংগঠন, বিভাগ ওয়ারী কার্যক্রম জোরদার সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা সাপেক্ষে ৭ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৮ জন সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব বন্টনের সিদ্ধান্ত গৃহীত হয়।

দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিস্তারিত তুলে ধরেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এসময় নির্বাচন কমিটির রিপোর্ট আগামী ২ দিনের মধ্যে জাতীয় নির্বাহী পরিষদে উপস্থাপনের জন্য কমিটির সদস্য লে. কর্ণেল অবঃ দিদারুল আলম ও লে. কর্ণেল অবঃ হেলাল উদ্দিনকে অনুরোধ জানানো হয়।

২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সভা সমাপ্ত করা হয়।