জাতির সংবাদ ডটকম।।
আন্তর্জাতিক মানবাধিকার কর্মী , একসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল AHRI এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ প্রধান নির্বাহী ড. মো এনামুল হক এর বাড়ীতে হামলা করা হয়েছে।
গত ২১ জানুয়ারী ২০২৫ ইং তারিখের রাত আনুমানিক ১২ টার দিকে জনাব হক এর গ্রামের বাড়ী কুমিল্লা জেলার হোমনায় হামলা করা হয়।
এনামুল হক এর প্রতিবেশি ও নিকট আত্মীঁযদের সাথে কথা বলে জানা গেছে যে, মো এনামুল হক বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন বিখ্যাত আইনজীবী ও আওয়ামীলীগ নেতা। ৫ই আগষ্টের পর থেকে তাকে (এনামুল হক) হত্যা করার উদ্দেশ্যে একাধিকবার তার বাড়ীতে হামলা করা হয়েছে। তার গোটা পরিবার ৬ মাস যাবত বাড়ী ছাড়া। সন্ত্রাসীরা, তাকে না পেলে, তার বৃদ্ধ মাকেও মেরে ফেলার হুমকি দেন। তখন তার মাও বাড়ী ছেড়ে চলে যান। শেষ বয়সে স্বামী সন্তানের ভিটা বাড়ী ছেড়ে বিভিন্ন জায়গায় কষ্ট করে থাকতে হচ্ছে তাকে। তারা আরো বলেন, এডভোকেট রাজনীতি করলেও সবসময় মানুষের কল্যানে কাজ করতেন। কিন্তু শেখ হাসিনার পতনের পর তার পরিবারের উপর হামলা , বাড়ীঘর ভাংচুর, লুটপাট কোনভাবেই কাম্য নয়।
ড. হক জাতির সংবাদ কে জানান- যে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তিনি বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ- সুপ্রীম কোর্ট শাখা ও ঢাকা মহান আওয়ামীলীগ , শাহজাহানপুর থানা শাখায় পদ প্রাপ্ত রাজনীতিক । ২০২৪ সালের জাতিয় নির্বাচনে ড. হক ঢাকা মহানগরে আইনসহায়তা কমিটির সদস্য হিসেবে সরাসরি কাজ করেন এবং বাংলাদেশ আওয়ামীলীগ বিজয় লাভ করে সরকার গঠন করেন। তার পর থেকেই বিএনপি জামাত সম্মিলিতভাবে আওয়ামীলীগ সরকার কে উৎখাত করার ষরযন্ত্র করে এবং ৫ই আগষ্ট ২০২৪ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করে ক্ষমতা দখল করে।
তিনি আরো জানান, ৫ই আগষ্টের পর থেকে আমার পরিবার্র উপর, অফিসে, চেম্বারে, বাসায় ও গ্রামের বাড়ীতে একদিকবার হামলা করা হয়েছে। আমার আপন চাচাত ভাই ও AHRI অফিস সহকারীকে হত্যা করা হয়েছে, AHRI এর ন্যাশনাল প্রেসিডেন্ট রোকসানা আমীরের উপর হামলা করে হত্যার হুমকি দিয়েছে, আমার বৃদ্ধ মমতাময়ী মা কে হত্যার হুমকি দিয়ে বাড়ী ছাড়তে বাধ্য করেছে, আমার চেম্বার , বাড়ী, বাড়ী দেয়াল পর্যন্ত ভাংচুর করেছে। হামলাকারী সন্ত্রাসীরা মুলত আমাকে হত্যার করার উদ্দেশ্যে একের পর এক এমন নেক্কারজনক হামলা চালাচ্ছে। বার বার অনেক চেষ্টা করেও কোন আইনগত প্রতিকার পাননি বলেও তিনি জানান।
জাতির সংবাদ প্রতিনিধি, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে হামলার কারনে ক্ষতিগ্রস্থ আলামতের ছবি তুলেন এবং ঘটনার কারন উৎঘাটন করে এই রিপোর্ট লিখা পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।