সাপাহারে আদিবাসী কৃষকে পিটিয়ে জখম

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়নের খিদিরপুর আদিবাসী পাড়ায় বুধু নোনাহার  (৬৪) নামের এক আদিবাসী কে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে।

থানায় দাখিলকৃত অভিযোগ সুত্রে জানাগেছে গত ২০জানুযারী সোমবার সকাল

সাড়ে ৭ টার দিকে খিদিরপুর স্কুলের দক্ষিণপার্শ্বের রাস্তায় প্রতিপক্ষ একই গ্রামের শ্রী কৃষ্ট কুজুরের দুই ছেলে স্বপন কুজুর(৩০) ও শ্রী

তপন কুজুর(২১),উভয়ের পিতাঃ কৃষ্ট কুজুর হত্যার উদ্যেশে আচমকা পিছনদিক থেকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ী ভাবে আঘাত করতে থাকে। এসময় বাম চোখের উপর কেটে  যায় ও বাম হাত ভেঙ্গে যায়।

এতেও  ক্ষান্ত না থেকে হত্যার উদ্দেশ্যে তারা গলা চেপে ধরে বুকের উপর পা দিয়ে মাটিতে সজোরে আছড়ে ফেলে দিয়ে তার পাঞ্জাবীর পকেটে থাকা ৯০,০০০/ (নব্বই হাজার টাকা) ছিনিয়ে নিয়ে চলে যায়।

শ্বাসরুদ্ধ করে ধরে রাখার কারনে ঘটনাস্থানে জ্ঞান হারিয়ে  পড়ে থাকলে  আশেপাশের  লোকজন ঘটনাস্থলরক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এ ভর্তি করে। বর্তমানে সাপাহার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুরুষ ওয়ার্ড  ২এর ২৪ নং বেডে ভর্তি রয়েছে।