ছায়া সরকারের আদলে কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি গঠিত 

রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।।

একটি কঠিন রাজনৈতিক পরিস্থিতি ও করোনার মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হতে পারেনি সেই ধরনের জটিল পরিস্থিতিতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নামক রাজনৈতিক দল গঠিত হয়েছিল। সারাদেশের মানুষের মাঝে ঘুরে ঘুরে সংগঠন তৈরীর প্রচেষ্টা আমরা চালিয়েছি। ফ্যাসীবাদি সরকারের পতন আন্দোলন করতে গিয়ে আমাদের অফিসে গুলি চালানো হয়েছে। আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে আমাদের অনেক ভাই-বোনদের অনেক কষ্ট করতে হয়েছে, জেলে যেতে হয়েছে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা একটি সফল কাউন্সিল করতে পেরেছি। কাউন্সিলের পর আমার বাংলাদেশ পার্টি’র পুনর্জন্ম হয়েছে বলে বক্তব্য রাখেন পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র নবগঠিত সম্পাদকীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন। এবি পার্টি’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

অভিষেক অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের নিকট জনগণের ব্যাপক আকাঙ্ক্ষা ছিলো। বিশেষ করে গণহত্যার বিচার, সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃংখলা পরিস্থতির উন্নতি সহ নানা বিষয় এখনও উল্লেখযোগ্য কোন উন্নতি পরিলক্ষিত হচ্ছেনা। যা ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের ঐক্য আস্তে আস্তে বিনষ্ট করছে।

তিনি আরও বলেন, আমাদের রাজনীতিই হচ্ছে রাষ্ট্র মেরামত রাজনীতি। আমরা সম্পাদকীয় কমিটি গঠনও করেছি অনেকটা শ্যাডো মন্ত্রণালয়ের আদলে। যার ফলে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা, দেশের স্বার্থে জাতীয় ঐক্যমত তৈরী এবং নতুন রাজনীতি সম্পর্কে জনগণের মাঝে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করতে পারাই নবগঠিত সম্পাদকদের জন্য বিরাট চ্যালেঞ্জ।

 

অভিষেক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ সহ বিভিন্ন বিভাগের সম্পাদকবৃন্দ।