দিলীপ কুমার দাস ।।
স্বাধীনতা পুরুস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য চক্ষু চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃএ কে এম এ মুক্তাদির স্মৃতি যাদুঘর উদ্বোধন করা হয়েছে।
তিনি ডা. মুক্তাদির প্রতিষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে শনিবার ( পহেলা ফেব্রুয়ারী ) বিকেলে ডাঃ মুক্তাদির চক্ষু হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ যাদুঘর উদ্বোধন করেন- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহমুদা খাতুন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক ডা. একেএমএ মুক্তাদিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের, গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।
জানাগেছে , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ একেএমএ মুক্তাদির বর্ণাঢ্য কর্মজীবনের নানা স্মৃতি বিজড়িত অসংখ্য নিদর্শনের সমন্বয়ে এ জাদুঘর সাজানো হয়েছে। ডাক্তারি পেশার পাশাপাশি তিনি একজন গিটার বাদক ও বাংলাদেশ বেতারে সর্বোচ্চ গ্রেডের একজন শিল্পী।
আলোচনা শেষে ফিতা ও কেক কেটে জানুঘরের উদ্বোধন করেন অতিথিরা। এসময় তাঁরা জাদুঘর পরিদর্শন করেন।