ক্রীড়া ডেস্কঃ প্রায় শেষের পথে বিপিএলের একাদশ আসর। শেষ হয়েছে গ্রুপ পর্বের ৪২ ম্যাচ। এখন ফাইনালসহ টুর্নামেন্টের বাকি আর মাত্র চার ম্যাচ। যার মধ্যে আজ অনুষ্ঠিত হবে দুটি। সেগুলো হলো এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ।
দিনের প্রথম ম্যাচ এলিমিনেটর। যেখানে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচের আগে দু’দলই নিজেদের শক্তি বাড়িয়েছে। এলিমিনেটরে মোট নতুন ৫ বিদেশি ক্রিকেটার মাঠে নেমেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এলিমিনেটর পর্ব খেলতে ঢাকায় এসেছেন আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও ইংল্যান্ডের জেমস ভিন্স। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে রংপুর রাইডার্সের একটি সূত্র।
মূলত, হেলস যাওয়ার পর কয়েক ম্যাচ জিতলেও ছন্দ ধরে রাখতে পারেনি তারা। এদিকে রংপুরের হয়ে দুর্দান্ত পারফরম করে পাকিস্তান জাতীয় দলে ডাকে পেয়েছেন খুশদিল শাহ। এতে দলের ভারসাম্য হারিয়েছে রংপুর। তাই নতুন বিদেশিদের দলে নিয়েছে রংপুর।
চলমান বিপিএলে টানা আট জয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। কিন্তু পরের চার ম্যাচ হেরে তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বসুন্ধরা গ্রুপের দলটি। তবে প্লে-অফে জিততে মরিয়া দলটি। জানা গেছে, রাসেল-টিম ডেভিডরা ছাড়াও অনেরিন ডোনাল্ডকে দলে ভিড়িয়েছে রংপুর।
গতকাল (রোববার) ডোনাল্ডের কাউন্টি দল ডার্বিশায়ার নিজেদের সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে তার বাংলাদেশে আসার খবর। যদিও বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এখন পর্যন্ত সে সম্পর্কে কোনো বার্তা দেয়নি।