দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলার বাদী রেজাউল হক চাঁদপুরীর গ্রেফতারের দাবিতে মনোহরগঞ্জে মানববন্ধন

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫

 

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ

 

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক ইসলামি বক্তা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২০১০ সালের ২১ মার্চ করা মামলার বাদী বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

রবিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম-মনোহরগন্জ আঞ্চলিক মহাসড়কের আশিরপাড় বাজারে (রেজাউল হক চাঁদপুরীর বাড়ি সংলগ্ন) সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে লাকসাম- মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উল্লেখ করেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বাংলাদেশের একজন জননন্দিত আলেম ছিলেন। যাকে সারা বিশ্বের মানুষ সম্মান করতো। কিন্তু ভন্ডপীর রেজাউল হক চাঁদপুরী রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা অভিযোগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২০১০ সালে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফ্যাসিষ্ট আওয়ামী সরকার মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতার করে। সর্বশেষ মাওলানা সাঈদীকে চিকিৎসার নামে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

বক্তারা আরো বলেন, মামলার বাদী ভন্ড পীর, ধর্ম ব্যবসায়ী, দেশ-জাতি ও ইসলামের দুশমন। অতি শীঘ্রই রেজাউল হক চাঁদপুরীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরো বৃহৎ কর্মসূচি দেয়া হবে।

মোবারক হোসেন জাহিদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মু. মহিউদ্দিন, ব্যবসায়ী নজরুল ইসলাম, খলিলুর রহমান, মোঃ ফরিদ, আরাফাত সানি ইউসুফ, হাফেজ মাওলানা শাহআলম, নজরুল ইসলাম নজরুলসহ হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন।