জামালপুর প্রতিনিধিঃ-
জামালপুরের মাদারগঞ্জে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির আয়োজনে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলার ৪ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডের হতদরিদ্র গরিব দুঃখী ও অসহায় মানুষদের মাঝে ৩ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ শুভ উদ্বোধনকালে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক হিফজুল রহমান বকুল। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক শাহিদুজ্জামান চৌধুরী , যুগ্ম সদস্য সচিব ওমর ফয়সাল, সদস্য সিয়াম আহমেদ, তাপসী, আরিফুল ইসলাম, মাহবুব আলম খোরশেদ, উপজেলা কমিটির রকি রায়হান ও মুখলেছ সরকার সহ জেলা, উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।