যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসরাইল কাতারে প্রতিনিধি পাঠাবে

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জাবিন নেতানিয়াহুর অফিস আজ মঙ্গলবার বলেছে, ইসরাইল গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য কাতারের রাজধানী দোহাতে এ সপ্তাহে একটি প্রতিনিদিধি দল পাঠাবে, খবর এএফপি’র।

 

ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর উপদেষ্টাদের মধ্যকার এক আলোচনার পর জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিস ঐ বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন কল্পে টেকনিক্যাল ইস্যুতে আলোচনার জন্য ইসরাইল এখন তার প্রতিনিধিদের প্রস্তুত করছে। কাতারের রাজধানী দোহাতে এ সপ্তাহের শেষে যে আলোচনা অনুষ্ঠিত হবে।