চোরাই মোটরসাইকেল সহ ১ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক

কোতয়ালি থানাধীন চেকপোস্ট ৩২ ডিউটি চলাকালে ধৃত আসামী সহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।

গতকাল সোমবার রাতে ডিএমপি কোতয়ালী থানাধীন জিন্দাবাহার পার্কের উত্তরে বাবুবাজার ব্রীজের রাস্তার উপর।

বাদী পিএসআই (নিরস্ত্র)/ মোহাম্মদ আরমান হোসেন ডিএমপি কোতয়ালী থানাধীন জিন্দাবাহার পার্কের উত্তরে বাবুবাজার ব্রীজের রাস্তার উপর নৈশ চেকপোস্ট ৩২ পিকেট ডিউটিকালে একটি লাল রংয়ের পালসার মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা কালে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কিলো ৩২ ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) নুর এ হাবিব ফয়সাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইং ০৩/০২/২০২৫ তারিখ ০১:০৫ ঘটিকায় ধৃত আসামী জাহিদুল ইসলাম (৪৫), পিতা-মমিনুল ইসলাম, মাতা-সালেহা খাতুন, সাং ৫৮, বংশাল রোড, থানা-বংশাল, ডিএমপি, ঢাকার হেফাজত হইতে একটি লাল রংয়ের পালসার মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং-DHGBSG12443, চেসিস- নাম্বার নাই(ঘষামাজা) , যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-১৩-৯৪১৬, বাজার মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে বাদী জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী সহ থানায় হাজির হইয়া এজাহার দায়ের করেন।

ধৃত আসামীর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন শিকদার নিশ্চিত করেছেন।