জামালপুরে রেইজ প্রকল্পের অবহিতকরণ সভা

বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

 

জামালপুর প্রতিনিধিঃ-

প্রত্যাগত অভিবাসী কর্মীদের সমাজে পুন:প্রতিষ্ঠার লক্ষে টেকসই পুন:একত্রীকরণের মডেল তৈরির জন্য জামালপুরে রেইজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. গিয়াস উদ্দিন।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে রিকোভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন প্রত্যাগত অভিবাসী কর্মীদের মনো-সামাজিক অর্থনৈতিক কাউন্সিলিং প্রদান; আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সহযোগিতা প্রদান এবং কর্মীদের তথ্য সমৃদ্ধ ডাটাবেজ তৈরি করা।

কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে প্রধান অতিথি গিয়াস উদ্দিন বলেন প্রত্যাগত অভিবাসী কর্মীদের সমাজে পুন:প্রতিষ্ঠার লক্ষে টেকসই পুন:একত্রীকরণের অর্থনৈতিক, মনো-সামাজিক পরামর্শ প্রদান, কারিগরী ও আর্থিক সহযোগিতা করা, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা, দক্ষতা সনদ প্রদান, ডাটাবেজ করা।

জানা যায় প্রকল্পের মোট উপকারভোগী দুই লক্ষ।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক কামরুন্নাহার, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

সেমিনারে সিভিল সার্জন কার্যালয়, সমাজসেবা, জামালপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়, প্রবাসী কল্যাণ ব্যাংক, উন্নয়ন সংঘ, ব্র্যাকসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিদেশ ফেরত প্রবাসীরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা প্রকল্পের ধারণা এবং জনসচেতনতা সৃষ্টিতে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানান। গণমাধ্যমে ব্যপকভিত্তিতে প্রচারনার সুপারিশ করা হয়।