বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

শাহজালাল (রাসেল)।।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ধানমন্ডি নিউ সুগন্ধা কনভেনশন হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলবে ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ২০৫ জন। এই নির্বাচনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

কার্যনির্বাহী কমিটির জেনারেল সদস্য পদে মোহাম্মদ আমিন উল্লাহ, মোঃ মিজানুর রহমান, আসিকুর রহমান, ছালেহ আহমেদ, মোঃ শাখাওয়াত উল্লাহ, মোঃ রিন্টু, মোঃ ইমাম হোসেন, মোঃ শাহীন আহমেদ, জামাল আহমেদ, মোঃ ইকবাল, আব্দুস সাত্তার, কাজী আমিনুল ইসলাম, আঃ ফঃ মঃ জোবয়ের হোসেন ভূঁঞ, সাদেক বাবু, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোঃ কায়সার আহম্মেদ, শফিক মোহাম্মদ আওলাদ হোসেন, মাসুদ চৌধুরী।

 

এসোসিয়ট সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন গোলাম মাওলা, এ, বি, এম, মাসুদ, মোঃ নূরুল হক, বেলায়েত হোসেন, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ সেন্টু, আলী হায়দার।

 

প্রধান নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সাংবাদিকদের প্রশ্নে বলেন, খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।