নাগরিক কমিটি ও স্থানীয় জনগনের সাথে দুই থানার যৌথ আয়োজনে অপরাধ দমন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত

রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ডিএমপি লালবাগ বিভাগের কোতোয়ালী থানা ও সূত্রাপুর থানার যৌথ আয়োজনে শনিবার রাতে কোতোয়ালী থানার দ্বিতীয় তলার হল রুমে নাগরিক কমিটি ও স্থানীয় জনগনের সাথে অপরাধ দমন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সহকারী কমিশনার কোতোয়ালি জোনের ফজলুল হক, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইয়াসিন সিকদার, সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল পেট্রোল ইন্সপেক্টর এস,এম,সোবহান কোতোয়ালি ও সূত্রাপুর থানা বক্তব্য রাখেন।

তারা বলেন।বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জন্য সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সচেতন থাকতে হবে।পুনরায় যেন গাজীপুরের মতো ঘটনা না ঘটে।

মতবিনিময় সভায় জগ্ননাথ বিশ্ববিদ্যালয়,কবি নজরুল ইসলাম সরকারি কলেজ,ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সমন্বয়, ছাত্রদল,ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, কোতোয়ালি থানার বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী বাবলা ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম বক্তব্য রাখেন। পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহসভাপতি

মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন অপরাধী সে যেই হোক সে অপরাধী তাকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

মত বিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি আসলাম, ছাত্রদল বর্তমান কমিটির আহবায়ক মেহেদী হাসান হিমেল,সদস্য সচিব সামসুল আরেফিন, মাহবুব আলম, রবিউল ইসলাম শাওন,সূত্রাপুর থানার জামাতের আমির মো,রবিউল ইসলাম, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো,রিয়াজুর ইসলাম, কবি নজরুল কলেজের ছাত্র শিবিরের সভাপতি বায়েজিদ মাহমুদ, সূত্রাপুর থানার ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ মানসুর কোতোয়ালি থানার সেক্রেটারি আব্দুজ্জাছের সহ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন জুলাই আগস্টের বিপ্লবের চেতনা যেন কোন ভাবে নষ্ট না হয়।তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা যেন দেশে কোন রকন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেই দিকে সবাই সজাগ থাকার আহবান জানানো হয়।

কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুর হক বলেন।জনগণের জানমালের ক্ষয়ক্ষতি রক্ষায় পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইয়াসিন সিকদার বলেন আপনারা যেকোন বিষয় পুলিশকে সহযোগিতা করুন।তিনি বলেন সবাই আপনারা সচেতন, সকলকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন।

আমি দায়িত্ব নেওয়ার পর থেকে অসংখ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পেরেছি।

সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এক হয়ে একটি মোর্চা গঠন করার আহবান করেন।