
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কতৃক অস্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও বিবাদীপক্ষ তা অমান্য করে বসত বাড়ি নির্মাণকাজ অব্যাহত রেখেছে বলে দাবি বাদীপক্ষের। ভুক্তভোগী কল্যানপুর গ্রামের মৃতঃ সমির উদ্দীন মন্ডলের ছেলে সাইদুল মন্ডল নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে আদালতে একই গ্রামের প্রতিপক্ষের হাবিবুর রহমান,বকুল ও জামাল এর বিরুদ্ধে মামলা নম্বর ৮৭৯/২০২৪ (সাপাহার) দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার আরজি পর্যালোচনা করে উভয় পক্ষকে নালিশী সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ও স্থাপনা নির্মান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন। সেই সাথে সাপাহার থানার অফিসার ইনচার্জ ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে দখল সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। অপর দিকে আদালতের আদেশ ও নির্দেশনা অমান্য করে বিবাদী বকুল হোসেন উক্ত সম্পত্তির উপর বসত বাড়ি নির্মান কাজ অব্যাহত রেখেছেন।
সরেজমিনে কল্যানপুর মৌজার বিরোধপূর্ণ জমিতে বাড়ি ঘর নির্মাণের সত্যতা পাওয়া গেছে।
নালিশী সম্পত্তি আরএস খতিয়ানের প্রজা নছির উদ্দিন মন্ডলের ওয়ারিশ হিসাবে প্রাপ্ত হইয়া ও আর এস প্রজা শের মোহাম্মদ মোল্লার ওয়ারিশ বর্গের নিকট হইতে গত ইং ১১/১১/১৯৯৬ তারিখের ৪৩৩৯ নং ও আরএস প্রজা লাল মোহাম্মদ এর
ওয়ারিশ বর্গের নিকট হইতে ১৪/০২/২০২১ তারিখের ৭৭৩ নম্বর দলিল মূলে ক্রয়
সূত্রে বিবাদী প্রাপ্ত হন। অপর আরএস প্রজা আমির উদ্দিনের নিকট হইতে গত ২৫/০২/১৯৯৭ তারিখের ১০১৩ নম্বর দলিল মূলে অত্র দরখাস্তকারী নালিশী সম্পত্তি প্রাপ্ত হন । সম্পত্তি প্রাপ্ত হওয়ার পর হতে ৪০ বছরের উর্দ্ধকাল যাবৎ তিনি শান্তি পূর্ন ভাবে প্রতিপক্ষগনের জ্ঞাতসারে স্বত্ববান ও দখল ভোগ করে আসছিলেন। বাদী নালিশী ওই সম্পত্তিতে খলিয়ান করা সহ সেখানে বাঁশঝাড় ফলজ বনজ গাছ লাগিয়ে দখলীকার রহিয়াছেন।
প্রতিপক্ষগন আরজি বর্নিত ঘটনার দিনে হাতে লাঠি হাসুয়া লইয়া বিবাদীগন
তপশীল বর্নিত সম্পত্তিতে আসে। এবং নালিশী সম্পত্তি হতে বাদীকে
জোরপূর্বক বেদখল করতে চায়। প্রতিপক্ষগনের আচরন ও হুমকীতে বাদী আতংকিত হয। যে কোন সময় উক্ত সম্পাত্তির কে কেনাদ্র করে খুন জখম সহ গুরতর শান্তি
ভঙ্গের আশঙ্কায় প্রতিপক্ষগনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ফৌকাঃ বিঃ মোতাবেক ১৪৪/১৪৫ ধারা মতে
প্রতিপক্ষকে কারন দর্শানো এবং নালিশী তপশীল বর্নিত সম্পত্তিতে শান্তি শৃংখলা।
রক্ষা করার জন্য সাপাহার থানাকে যথার্থ নির্দেশ প্রদান করেন। বাদী জানান প্রতিপক্ষ ঘর বাড়ি নির্মান অব্যাহত রাখলে বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়। দায়ীত্ব প্রাপ্ত পুলিশ কর্মকতা আব্দুল বাতেন বিবাদীগনকে আইন শৃঙ্খলা সমুন্নত রাখা ও আদালতের নির্দেশ মেনে চলার জন্য নোটিশ জারী করেছেন।