‘ঝগড়া নেই, তবুও অজয় আমার সঙ্গে কথা বলেন না’

বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিনোদন ডেস্কঃ‘আর্টিকেল ফিফটিন’ খ্যাত পরিচালক অনুভব সিনহা। ২০০৭ সালে অনুভব পরিচালিত ‘ক্যাশ’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগন। এটিই ছিল তাদের শেষ ছবি। যেখানে দু’জন একসঙ্গে কাজ করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ১৮ বছর থেকে অনুভবের সঙ্গে কথা বলেন না অজয়। একটি সাক্ষাৎকারে সম্প্রতি পরিচালক জানিয়েছেন, গত ১৮ বছর ধরে তারা একে অপরের সঙ্গে কথা বলেননি।

সাক্ষাৎকারে অনুভব সিনহা বলেন, ‘কোনও ঝগড়া নেই, তবুও অজয় আমার সঙ্গে কথা বলেন না। আমি যোগাযোগ করার জন্য তাকে দুই-তিনবার মেসেজ দিয়েছি কিন্তু কোনও উত্তর পাইনি।

পরিচালকের কথায়, ‘আমি নিজেকে বুঝিয়েছি যে হয়ত তিনি আমার মেসেজ দেখেননি। আমাদের ১৮ বছর থেকে কোনো কথা হয়নি।’ অনুভব অবশ্য অজয়কে তার প্রিয় মানুষদের একজন বলেই অভিহিত করেছেন।

অনুভবের ভাষ্য, একজন অভিনেতা এবং একজন মানুষ হিসেবেও তিনি সবসময় অজয়কে পছন্দ করেন। কোনও বন্ধু বিপদে পড়েছে এই খবর পেলে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন অজয়।