এই বছর বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন না ওরস স্পেশাল ট্রেন

শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

———- Forwarded message ———

From: King Sumon <kingsumon2023@gmail.com>

Date: Sat, Feb 15, 2025, 7:18 AM

Subject: Rajbari News

To: <dailylakhokontho@gmail.com>

 

 

সুমন শেখ রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরে যাওয়া ওরশ স্পেশাল ট্রেন এ বছর চলাচল করবে না। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশ-ভারতের ঐতিহ্যবাহী এ ট্রেনযাত্রা আবারও বন্ধ হয়েছে।

১৯০২ সালে শুরু হওয়া এ যাত্রা আগে ১৯৬৫, ১৯৭১, ও ২০২১ এবং ২০২২ সালে করোনা মহামারির কারণে বন্ধ ছিল।

রাজবাড়ী রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ১২৪তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছর বাংলাদেশ ও ভারত সরকারের রেলওয়ে বিভাগের মাধ্যমে রাজবাড়ী থেকে একটি বিশেষ ট্রেন চালানো হতো, কিন্তু এবার ট্রেনটি চালু হয়নি।

সূত্রে জানা গেছে, গত বছর ভারতের মেদিনীপুরে ওরশে অংশ নিতে বাংলাদেশি মুরিদদের জন্য রাজবাড়ী থেকে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ট্রেনে ২২টি সাধারণ কোচ এবং দুইটি প্রতিবন্ধীদের জন্য কোচ ছিল। গত বছর ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী থেকে ট্রেনটি যাত্রা শুরু করে এবং ১৬ ফেব্রুয়ারি মেদিনীপুর পৌঁছায়। তবে এই বছর ভিসা সমস্যার কারণে এই ঐতিহ্যবাহী ট্রেনযাত্রা আর হবে না।

বাংলাদেশ অঞ্জুমান-ই- কাদেরিয়া’র সভাপতি ও মেদনীপুর উরস স্পেশাল ট্রেনের ‘টিম লিডার’ মাহাবুব আলম দুলাল জানান, মেদিনীপুরে ১৭ ফেব্রুয়ারি রাতে ১২৪তম ওরশ অনুষ্ঠিত হবে। ১৯০২ সাল থেকে বাংলাদেশ ও ভারত যৌথভাবে এই ট্রেনের ব্যবস্থা করে আসছে, তবে করোনা মহামারির পর আবারও ট্রেন চলাচল বন্ধ হয়েছে, এবার ২০২৫ ভিসা জটিলতার কারণে বন্ধ রয়েছে।

 

উল্লেখ্য: মেদিনীপুর শহরের জোড়া মসজিদে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের ৪ তারিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর ৩৩ তম বংশধর মহান সুফি সাধক সৈয়দ শাহ মুর্শেদ আলি আলকাদেরি আলবাগদাদি তথা মওলা পাকের ওরস শরীফ পালিত হয়। এবছর ১২৪তম ওরস শরীফ ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ পালিত হবে।