বিআরপির সদস্য সচিবকে মিথ্যা মামলায় হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ সংস্কারবাদী পার্টির ( বিআরপি) সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলামকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ তৌহিদুল ইসলাম।

তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম থেকেই বাংলাদেশ সংস্কারবাদী পার্টি ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে শেখ হাসিনার পদত্যাগ দাবি করে এবং রাজপথে আন্দোলন সংগ্রাম করে। ছাত্র-জনতার আন্দোলন সফলের পর আওয়ামী লীগের একটি চক্র আন্দোলন অবদান রাখা ব্যক্তিদের বিরুদ্ধে টার্গেট করে পুলিশের সঙ্গে যোগসাজ করে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় নাম ঢুকিয়ে দিয়ে হয়রানি করছে। এদের মধ্যে যুবলীগের সাবেক নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের সহযোগী বেনজির আহমেদের নেতৃত্বে পুলিশের কতিপয় সদস্যসহ একটি শক্তিশালী মামলাবাজ চক্র গড়ে উঠেছে। ওই চক্রের হোতা বেনজিরের কাছ থেকে পাওনা টাকা এগারো কোটি তিন লক্ষ ষাট হাজার টাকার জন্য আদালতে মামলা করলে বেনজীর গংরা ক্ষিপ্ত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হতাহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় হওয়া ৫৭ নম্বর মামলায় আমাকে ৬৮ নম্বর আসামি করা হয় এবং মামলা থেকে বাঁচতে চাইলে বেনজিরের সহযোগী মফিজুল আমার কাছ থেকে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। অন্যথায় অন্যান্য মামলায়ও ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। পরবর্তীতে আমি মামলার কথা জানতে পেরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিআরপি’র যুগ্ম আহবায়ক লায়ন মোহাম্মদ জাহিদ হোসেন পলাশ, যুগ্ম সদস্য সচিব ডঃ নাজমুল করিম, যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল আলম, যুগ্ম সদস্য সচিব মোবারক হোসেন পারভেজ, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।