সাপাহারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

সোমবার, মার্চ ৩, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহারে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাপাহার সদরের মাছ,মাংস,মুরগী,ডিম,চাল, ডাল,পিঁয়াজ,রসুন সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মনিটরিং করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) আবিদা সিফাত,উপজেলা প্রাণী সম্পদ অফিসার গোলাম রাব্বানী,মৎস্য অফিসার শামিম হোসেন,সমাজনেবা অফিসার দেলোয়ার হোসেন,থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আলিফ মাহমুদ,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, ব্যবসায়ি নেতৃবৃন্দ, সাংবাদিকগন সহ মনিটরিং কমিটির সকল সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন ।

উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন, পবিত্র রমজান মাসে যাতে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য ব্যবসায়িদের সতর্ক করা হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।