
জামালপুর প্রতিনিধিঃ-
জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র এবং শ্রমিক ফেডারেশন মুখোমুখি অবস্থানের শেষ পর্যায়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।
৩ মার্চ সকাল থেকে জামালপুর শহরে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শ্রমিক ফেডারেশনের মনিরুজ্জামান (৩২) আহত হবার খবর পাওয়া গেছে। জামালপুর-শেরপুর থেকে ছেড়ে আসা সকল দূরপাল্লা যান চলাচল বন্ধের ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
বৈষম্যবিরোধী ছাত্ররা রাজি বাস চলবে না, চলবে না বলে শ্লোগান দেয়। অপরদিকে শ্রমিকরা বাস পোড়ানোর বিচার চাই, আমাদের দাবি মানতে হবে, সড়ক পথে নিরাপত্ত্বা চাই শ্লোগানে মুখরিত করে তোলে।
জানা গেছে, গত ২ মার্চ সকালে শরিফপুর এলাকায় রাজিব বাসের সাথে অটোরিক্সার ধাক্কায় আবুল কাশেম মারা যান। আহত হয় আরো তিন যাত্রী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাজিব বাস টি পুড়ে দেয়ার খবরে শ্রমিক ফেডারেশনের লোকজন রাস্তা অবরোধ করে । সেনাবাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সড়ক পথে রাজিব বাস সা্ভিস বন্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্ররা জামালপুর আন্ত:জেলা পরিবহন কার্য়ালয়ের সামনে বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে।
ওদিকে শ্রমিক ফেডারেশনও পাল্টা কর্মসূচি ঘোষণা করলে উত্তপ্ত পরিস্থিতিতে শ্রমিকরাও নিজেদের নিরাপত্ত্বার দাবিতে যান চলাচল বন্ধের ঘোষণা করেছে। দিনভর পাল্টাপাল্টি কর্মসূচির একপর্যায়ে শ্রমিক ফেডারেশন অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, যত্রযত্র যাত্রী উঠানামা, বাসের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে। যাত্রীদের সাথে বাসের চালক ও শ্রমিকদের খারাপ ব্যবহার বন্ধ, বাসে সিসি ক্যামেরা স্থাপনসহ জামালপুরের বাস সার্ভিস সংস্কারে ৬ দফা দাবীতে এবং রাজিব পরিবহণের সকল বাস সার্ভিস বন্ধের দাবী করছি।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু ছাত্র রাস্তা অবরোধ করে। মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করি।তারা আমাদের উপেক্ষা করে শ্রমিকদের সাথে বাদানুবাদে জড়ায়।আমাদের একজন শ্রমিককে আহত করে। এই ঘটনার প্রেক্ষিতে বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সকল রুটে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা করেছি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, ছাত্র ও শ্রমিকদের অবরোধ-পাল্টা অবরোধের প্রেক্ষিতে উভয় পক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানে চেষ্টা করছি।