মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এই উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, ওই দিন ৬-১১ মাস বয়সি সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমতো সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টিবার্তা প্রচার করা হবে।

 

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজালুর রহমানের সভাপতিত্বে উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম।

প্রধান অতিথি বক্তৃতায় বলেন, এই কর্মসূচি সফল করার লক্ষে ব্যাপকভাবে প্রচার প্রচারণা জরুরি। আমাদের পরবর্তী প্রজন্মের সুস্থতার কথা চিন্তা করে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করা সবার দায়িত্ব।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজালুর রহমান জানান, মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ৪৫৬৮৩ জন শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সি শিশুর সংখ্যা ৫০৭৬ এবং ১২-৫৯ মাস বয়সি সকল শিশুর সংখ্যা ৪৬০৭ জন।

অ্যাডভোকেসি সভায় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপুল চন্দ্র দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবি দাস, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাসহ স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।