কামরাঙ্গির চর জিয়া মঞ্চের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

মোঃ মোহন আলী।।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ কামরাঙ্গিচর জিয়া মঞ্চের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল।

 

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল্লাহ ইকবাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার উপর গুরুত্বারোপ করেন।

 

এছাড়াও জিয়া মঞ্চের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমরা গত ১৭ বছর স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলা, খুন গুমরে স্বীকার হয়েছি। আমাদের অসংখ্য সহযোদ্ধাদের হারিয়েছি। জিয়া মঞ্চে যেন আওয়ামী লীগের কোন লোক অনুপ্রবেশ করতে না পারে তার উপর বিশেষভাবে নির্দেশ দেন।

 

প্রধান উপদেষ্টা ড. মো: ইউনুসের কথার দৃষ্টান্ত টেনে বলেন, ড. মো: ইউনুস বলেন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এদেশকে স্বাধীন দেশ বলা যায়না। বাংলাদেশ যেন বিধস্ত আফগানিস্তান।

 

অনুষ্ঠানে আরও আরো উপস্থিত ছিলেন সালে আহমদ কাঞ্চন, শাহাবুদ্দিন সিকদার ডালিম, আমিরুল ইসলাম, আব্দুর রহিম, খলিলুর রহমান, মনসুর আহমেদ ভূঁইয়া,আলহাজ্ব ইমরান হোসেন, মোহাম্মদ নেসার আহমেদ, আব্দুর রহমান , সালাউদ্দিন প্রমুখসহ কামরাঙ্গীচর বিভিন্ন জিয়া মঞ্চের নেতৃবৃন্দ।