
জাতির সংবাদ ডটকম ।।
ভাষার বাগানে শত ফুল ফুটে থাক সমান গৌরবে’
এই শ্লোগানকে সামনে রেখে যুক্তরাজ্য প্রবাসী একঝাঁক তরুণ চিকিৎসকের উদ্যেগে কিংস লীনে পালিত হলো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ২১ শে ফেব্রুয়ারি।
অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল।
প্রথমে অনুষ্ঠানটির শুভ উদবোধন ঘোষণা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন ডা.মোহাম্মদ ইমরান।
এরপর শুরু হয় অনুষ্ঠানটির প্রথম পর্ব,’একুশের দ্রোহের গান দ্রোহের কবিতা এই শিরোনামে।
এই পর্বে শতাধিক দর্শক শ্রোতা কণ্ঠ মেলান অমর একুশের গানটি’র সাথে। তারপর শুরু হয় হাজার বছরের বাংলা গান।সাথে নৃত্য ও কবিতার পাঠ। এক গুচ্ছ চিকিৎসক হয়ে উঠেন পুরোদস্তুর শিল্পী।
দ্বিতীয় পর্বে ছিল বাংলার গান আর নাচ। ‘বুক পকেটে বাংলাদেশ ‘ এই শিরোনামে।
এখানে উদীচী শিল্পী গোষ্ঠী পরিবেশন করেন বাংলা ভাষা আন্দোলনের দ্রোহের গান আর সাথে ছিলো নৃত্য।
এই আয়োজন টা ছিলো নিজেদের অন্তরের পিপাসা মিটানোর জন্য আর আমাদের শিশুদের কে পরিচিত করিয়ে দেয়া আমার প্রিয় দেশটা কে। এরা সবই যুক্তরাজ্যে বেড়ে উটা। বাংলাদেশ ওদের কাছে এক রূপকথার রাজ্য।এই রাজ্যটিকে ওরা বুকপকেটে নিয়ে ঘুরে বেড়ায়।
তৃতীয় পর্ব ছিল গানের সন্ধ্যা।এই পর্বের শিরোনাম,’গানের সুঁতোয় বাংলাদেশ’। এই পর্বে শিল্পী ও দর্শক মিলে সেইসব গানগুলি সামনে আনেন, যেসকল গানের সাথে আমাদের শৈশব কৈশর যৌবন, সর্বোপরি আমাদের বেড়ে ওঠা জড়িত।
অনুষ্ঠানটির প্রধান আয়োজক নাসির জুয়েল বলেন,একদিন স্বপ্ন দেখি, ২১ ফেব্রুয়ারি পৃথিবীর সমস্ত দেশের মানুষ সকাল বেলা, ফুল নিয়ে,এই গান গাইতে গাইতে শহীদ বেদীতে যাচ্ছেন ফুল দিতে।
এই মহা সম্মিলনটি যাদের শ্রমে ঘামে সফল হয়ে উঠেছে, তারা হচ্ছেন,ডা.ইমরান,ডা.দেবাশীষ,. ডা. সমর,ডা.আশিষ,ডা শাহরিয়ার,ডা. বিদ্যুৎ, ডক্টর শোবেল ,ডা.মুনতাসির, শামা,রীমা নাহার,সাবিরা,সাবা,মানসী,ইন্দ্রানী,তানভীর, ও আরো অনেকে
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন নাসির জুয়েল ও মিতা রহমান।