ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮-পাবনা-১ আসনে জামায়াতের চুরান্ত প্রার্থী ঘোষণা

বুধবার, মার্চ ১২, ২০২৫

 

 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮-পাবনা-১ আসনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন কে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তিনি সাবেক আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর সাহেবের সুযোগ্য সন্তান। বুধবার (১২ ফেব্রুয়ারি )কেন্দ্রের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও পাবনা জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাও: আবু তালেব মন্ডল, বগুড়া উত্তর অঞ্চলের পরিচালক সূরা সদস্য প্রবীণ নেতা অধ্যাপক আব্দুর রহিম, পাবনা জেলা সহকারী সেক্রেটারী আবু সালেহ মোহা: আব্দুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও: জহরুল ইসলাম, বেড়া উপজেলা আমীর আতাউর রহমান, সেক্রেটারি মোজাম্মেল হক , সাঁথিয়া উপজেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ মোখলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান সহ অনেক দায়িত্বশীল সেখানে উপস্থিত ছিলেন।

সারা দেশে জামায়াতে ইসলামীর আগাম প্রার্থী ঘোষণা করা হলেও দলের ঘাঁটি হিসেবে পরিচিত পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে দলের প্রার্থী নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই আসনে এতো দিন প্রচারণা চালাচ্ছিলেন বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুল বাসেদ খান।

মাওলানা মতিউর রহমান নিজামীর দ্বিতীয় পুত্র মোমেন লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে ২০১০ সালে ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৩ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ২০১৬ সালের ১০ মে মধ্যরাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বাবা মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর সরকারের নানা চাপে দেশত্যাগ করে লন্ডনে চলে যান। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে দেশে ফিরে আসেন তিনি।

প্রার্থীতে ঘোষণার পর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন তার প্রতিক্রিয়া বলেন,আমি কোন লবিং করে প্রার্থিতা প্রার্থী হইনী আরআমাকে বাংলাদেশ জামাত ইসলামের সেই সুযোগও নেই । দলের প্রয়োজনে আমাকে গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব দিলে আমি সেটা যথাযথভাবেপালন পালন করব আর আমি আমার মরহুম পিতার স্মৃতি বিজড়িত সাঁথিয়ার মানুষের পাশে থাকতে চাই।আমি সাঁথিয়াবাসীর দোয়া ও ভালবাসা চাই । আমি আমার শহীদ পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই।পরে তিনি নেতৃবৃন্দকে সাথে নিয়ে তার শহিদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করেন।