
জাতির সংবাদ ডটকম।।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্যালিগ্রাফার শিল্পী আরিফুর রহমান বলেছেন, যে সমাজে শিশুদের নিরাপত্তা নেই সেটা কোন সভ্য সমাজ হতে পানে না। ইসলাম পূর্ব যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা শিশুরা নির্মমতার শিকার হতো। শিশুদের জীবন্ত কবর দেয় হতো। মহানবী সা. আল-কুরআনের আলোকে সেই আইয়ামে জাহিলিয়াত তথা অন্ধকার যুগের অবসান ঘটিয়েছেন। শিশু আছিয়া হত্যাকান্ড জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। পাশবিক নির্যাতনের শিকার হয়ে নিহত ৮ বছরের শিশু আছিয়ার খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুরের রামাদ্বান সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ বেলা ২টা থেকে রাজধানীর পল্টনের একটি হলে অংকুর পরিচালক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শাহ্ শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু কিশোরদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সৃপ্রীম কোর্টের আনিজীবী এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অংকুরের উপদেষ্টা অধ্যাপক মো: আবদুল জলিল, কবি শামসুল করিম খোকন, দাবানল শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক অধ্যাপক ড. আনিসুর হমান শিপলু, কানামাছির সম্পাদক মঈন মুরসালিন, আবাবীলে নির্বাহী পরিচালক কাওসার আহমদ, এডভোকেট রফিকুর ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের প্রচার সম্পাদক মাহমুদুল হাসান তোয়াহা, অংকুরের সহকারী পরিচালক এবিএম শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক এনায়াত রাব্বি একরাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন, জামিল আহমদ, মাহমুদ কাদির, আইমান আন্দালিব, সাদমান মুজতবা রাফিদ, মুশফিকুর রহমান প্রমুখ।