মারকাজুত তাহ্ফিজ মাদ্রাসার মাসিক সেমিনার অনুষ্ঠিত

শুক্রবার, মার্চ ৩, ২০২৩

 

মিরসরাই প্রতিনিধি ::

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে অবস্থিত মারকাজুত তাহ্ফিজ মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনী ও মাসিক সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টায় মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি ও শেষ বিদায়ের বন্ধু সংগঠনের প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলম।

 

এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, কুরআন শিক্ষার প্রসারে জাতির কল্যান বাড়বে, কুরআন শিক্ষার প্রচার প্রসার যত বেশী হবে ততই জাতির কল্যান হবে। শান্তিময় সমাজ গড়ে উঠবে। মারকাজুত তাহফিজ মাদ্রাসা তেমনই একটি কুরআন শিক্ষার বাগান আমাদের সকলকে এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখে দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি অর্জন করা দরকার।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাওলানা মুহাম্মদ এনামুল হাসান রাকিব, বাংলাবাজার জামে মসজিদের খতীব ও ধর্মীয় ইংরেজি বক্তা এম আশরাফ বিন ফারুকীসহ আরো অনেকেই৷

 

মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন তেলওয়াত , গজল পরিবেশনা, একক ও যৌথ হামদ নাত এবং স্পিকিং ইংলিশ সহ বিভিন্ন কার্যক্রমে মুখর ছিল মাদ্রাসার হলরুম৷

 

এ সময় মিরসরাই প্রেসক্লাবের সভাপতি ও শেষ বিদায়ের বন্ধুর প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলামসহ আগত অতিথিবৃন্দ৷

 

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হাসান রাকিব।