মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত: শীঘ্রই নতুন কমিটি , সভাপতি হিসেবে সরোয়ারের প্রতি কর্মীদের আস্থা

বুধবার, মার্চ ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

মিরসরাই উপজেলা, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।১৮ মার্চ বুধবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয় । শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরো গতিশীল করা হবে বলে জানান নেতৃবৃন্দ। এবার নতুন কমিটি গঠনে অপেক্ষাকৃত তরুন ছাত্র রাজনীতি এবং বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগীদের মূল্যায়ন করা হবে এমন গুঞ্জন রয়েছে। সে হিসেবে তৃনমুল নেতাকর্মীদের মুখে মুখে বিগত সময়ে ফ্যাসিবাদ স্বৈরাচার আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া সাবেক ছাত্রনেতা সরওয়ার উদ্দিন সেলিমের নাম আলোচনায় শীর্ষে আছে। জেলা উপজেলায় ছাত্র রাজনীতি থেকে অঙ্গ সংগঠন সহ মুল দলের দায়িত্ব পালনে পরিক্ষিত হওয়ায় কর্মীদের আস্থা তার প্রতি বেশি।

বর্তমানে সরোয়ার উদ্দিন সেলিম চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, আমি ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, পরবর্তীতে উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে থাকা অবস্থায় ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে এটা আমার জন্য সৌভাগ্য । দল আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দিয়েছিল। আমি জেলে থেকে জেলের বাইরে থেকে আন্দোলন সংগ্রামে নেতাকর্মী এবং দলের পাশে থাকার চেষ্টা করেছি। এখন দল যাকে ভালো মনে করে দায়িত্ব দিবে , দলের সাংগঠনিক সিদ্ধান্তকে স্বাগত জানাবো। মিরসরাই উপজেলা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, কমিটি বিলুপ্ত ঘোষণা করা, নতুন কমিটি গঠন করা এটা সাংগঠনিক প্রক্রিয়া। দল সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে এসব উদ্যোগ নিয়ে থাকে। আমরা ইতোমধ্যে মিরসরাই উপজেলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছি। অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে নেতা-কর্মীর কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার চেষ্টা করেছি। রমজানে পুরো উপজেলায় আড়ম্বরপূর্ণভাবে ইফতার কর্মসূচি হাতে নিয়েছি। আমরা দলের জন্য রাজনীতি করি। দল যেটা ভালো মনে করেছে তাই সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে দুঃসময়ে দলের পাশে থেকেছি। পদে না থাকলেও আমি আজীবন বিএনপির সাথেই আছি, থাকবো।

 

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ জানুয়ারি উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত তিনটি ইউনিট মিরসরাই উপজেলা, পৌর শাখা ও বারইয়ারহাট পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছিল। এতে মিরসরাই উপজেলা কমিটিতে শাহীদুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক ও গাজী নিজাম উদ্দিনকে সদস্য সচিব এবং বারইয়ারহাট পৌর কমিটিতে দিদারুল আলম মিয়াজীকে আহ্বায়ক ও নিজাম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব এবং মিরসরাই পৌর কমিটিতে মোহাম্মদ মহিউদ্দিনকে আহ্বায়ক ও মো. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে তিনটি ইউনিটে ১৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।

 

সরোয়ার উদ্দিন সেলিম গত ১৭ বছরে চার ডজনের অধিক রাজনৈতিক গায়েবি মামলায় ৭ বার কারাবরণ করেছিলেন। সর্বশেষ বছর ১০ ডিসেম্বর ২০২৩ইং রাজপথ থেকে র‌্যাব এর হাতে গ্রেপ্তার হয়।

তৃণমুলের নেতাকর্মীরা মিরসরাই উপজেলা বিএনপির সভাপতি পদে আপনাকে চাইছেন এমন প্রশ্নে সরওয়ার উদ্দীন সেলিম বলেন, পদ পদবীর আশায় কখনো রাজনীতি করিনি। জীবন বাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে ছিলাম। ছাত্রজীবন থেকে তৃণমুলের নেতামর্কীদের সাথে আমার গভীর সম্পর্ক। দল যদি আমাকে উপযুক্ত মনে করে মিরসরাই উপজেলা বিএনপির সভাপতি পদে দায়িত্ব দেয় আমি দায়িত্ব গ্রহনে প্রস্তুত।

সরওয়ার উদ্দিন সেলিমের রয়েছে বর্ণাঢ্য রাজনীতিক ক্যারিয়ার:

পূর্বের রাজনৈতিক পরিচয় ঃ * সাবেক সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা।

* সাবেক সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

* সাবেক আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম উত্তর জেলা।

* সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা।

* সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলা।

* সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ১০ নং মিঠানালা ইউনিয়ন।

* সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়।

* সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।

* সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিরসরাই উপজেলা বিএনপি।