
ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটে কথাবার্তা আর পরিবর্তন যেন কখনওই থামার নয়। একের পর এক পরিবর্তনের মাঝে সাবেকদের নানা ধরনের ইতিবাচক-নেতিবাচক মন্তব্য লেগেই থাকে। এবার নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের ভরাডুবি দেখে আরও একবার পাকিস্তানের ক্রিকেটের সমালোচনায় মেতেছেন সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
নিউজিল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। যেখানে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় কিউইরা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাত্তা পায়নি পাকিস্তান। একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে এই সফরে যাওয়া পাকিস্তান সমালোচনার মুখে পড়েছে।
এই সিরিজের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি। তিনি বলেন, ‘কেবল ১০-১১ ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন প্রথম শ্রেণির ক্রিকেটারদের তারা পাঠিয়েছে। যেখানে স্পিনারদের প্রয়োজন ছিল, তারা পেসার বেছে নিয়েছে।’
পাকিস্তান জাতীয় দলের অনেক ব্যাটারদের বেসিক টেকনিক শেখাতে হচ্ছে। সম্প্রতি অফ-স্পিন খেলা শেখাচ্ছেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। জাতীয় দলে খেলা কোনো ক্রিকেটারের বেসিক নিয়ে কাজ করাটা ভালো হিসেবে নিচ্ছেন না আফ্রিদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তান দলের এই পর্যায়ে এটা শেখানো উচিত নয়।’
অভিজ্ঞদের বিশ্রাম বা বিরতি দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন আফ্রিদি। তিনি বলেন, ‘ক্রিকেটারদের বিরতি দেওয়া প্রয়োজন, হোক সে বাবর আজম কিংবা অন্য কেউ।’