সাঁথিয়ায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

শনিবার, মার্চ ৪, ২০২৩

 

এম এ হাই,সাঁথিয়া পাবনা :

সাঁথিয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ মার্চ) জেলাপরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারএর সভাপতিত্বে ও করমজা ইউনিয়ন সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম চঞ্চল এর পরিচালনায় উক্ত কর্মশালায় স্বাগতবক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলক কুমার,প্রধান আলাচক হিসেবে প্রজেক্টরের মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (এমসিএইচ) ও প্রােগ্রাম ম্যানেজার ডাঃ জাহাঙ্গীর আলম

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) ডা. মাহমুদুর রহমান,পরিবার পরিকল্পনা পাবনার উপপরিচালক এরশাদ আহমদ নোমানী, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সহকারি পরিচালক সিসি(পাবনা)ডাঃ নাজমুস সাদাত, বীরমুক্তিযাদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুজয় সাহা। উন্মুক্ত আলোচনায় অংশ নেন গৌরিগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাস্টার, করমজা ইউপি চেয়ারম্যান হোসন আলী বাগচি,সাংবাদিক খালিকুজ্জামান পান্নু ও এনজিও প্রতিনিধি আব্দুল লতিফ প্রমুখ

কর্মশালায় ইউপি চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।