মনোহরগঞ্জে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বুধবার, মার্চ ২৬, ২০২৫

 

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা  

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধের সংবর্ধবনা দেয়া হয়েছে। বুধবার ২৬ মার্চ উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলামের সভাপতিত্বে সংবর্ধ্বনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা নাসরিন, অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান, এবিএম মোক্তার হোসেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায়

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আফজালুর রহমান, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান, উপজেলা প্রকৌশলী শাহ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, উপজেলা শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা পঃপঃ কর্মকর্তা রুবি দাস, উপজেলা সমবায় কর্মকর্তা তানভির আহমেদ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম পাঠান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কর মিয়াজী, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম,

উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবরসহ বিভিন্ন রাজনৈতিক ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।