মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস করায় রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতির নিন্দা

শনিবার, এপ্রিল ৫, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

গত ৩ এপ্রিল ভারতের লোকসভায় পাস করা বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত। এই আইনের মাধ্যমে মুসলিমদের দান করা মসজিদ, মাদরাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে।

সংশোধনী বিলে ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম ২ জন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে, যা মুসলমানদের জন্য চরম উদ্বেগের বিষয়। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে নগ্ন হস্তক্ষেপের সম্ভাবনা বাড়বে। রাজনৈতিক হীন উদ্দেশ্যেই এই বিল পাস করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।হিন্দুত্ববাদী কসাই মোদি সরকারকে মুসলমানদের পালস বুঝে এই আইনটি বাতিল করে ভারতে মুসলমানদের সহ অবস্থান নিশ্চিত করার দাবি জানাচ্ছি।