
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) আজ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি নিয়ে বৈঠক চলছে।গতকাল সংস্থাটির উপ-সচিব মো. মাহবুব আলম শাহ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।
সোমবার (৭ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে বৈঠকটি শুরু হয়।
বৈঠকের আলোচ্য বিষয়- সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনি আচরণ বিধি পরিবীক্ষণ, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে কমিটি গঠন।
জানা গেছে, নতুন দল নিবন্ধনের জন্য ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদনের সময় দেওয়া হলেও এখনো কোন দল আবেদন করেনি।