ফটিকছড়ি প্রিমিয়ার লীগ ২০২৫ সিজন-৪ ফাইনাল অনুষ্ঠিত

মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক।

চট্টগ্রামের প্রচুরই নাজিরহাট পৌরসভা দৌলতপুর আব্দুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে ১২ এপ্রিল ২০২৫, শনিবার সন্ধ্যায় ক্রিকেট পরিবারের আয়োজনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক, কিডা ব্যক্তিত্ব ও দুবাই প্রবাসী মুস্তাফা কামালের সভাপতিত্বে এবং তানভীর ও আলাউদ্দিনের যৌথ সঞ্চালনায় ফটিকছড়ি প্রিমিয়ার লীগ ২০২৫ সিজন-৪ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মাসুদুর রহমান। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজের প্রভাষক (আইসিটি) বিভাগীয় প্রধান কুতুব উদ্দিন চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খোরশেদুল আলম। রেজাউল করিম , আরিফ খান মুন্না, জাহেদুল ইসলাম অনিক,শোয়ইব তালুকদার, নাজমুল তারেক, হুসাইন চৌধুরী, কুতুব উদ্দিন, মোহাম্মদ রাশেদ, সারিদ উদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন, জুয়েল রানা, জামশেদুল ইসলাম তানিস, রুবেল, রাসেল, ইকবাল হোসেন, আলী আকবর জাহেদ, সাইমন আসিফ, আমন্ত্রিত অতিথি ছিলেন এনামুল ইসলাম সরোয়ার, রুস্তম, সোহেল, বখতিয়ার রশিদ, ডাক্তার পলাশ, সৈয়দ আদনান, মুসাব্বির সহ প্রমূখ।

 

ফটিকছড়ি রাইজিং স্টারস কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফটিকছড়ি নাজিরহাট প্লেয়ার এসোসিয়েশন।