যে কারণে নিজেদের বসতির পাশে বোমা ফেলল ইসরায়েলি সেনারা

বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সীমান্তে ইসরায়েলি সম্প্রদায়ের বসতির কাছে যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর দাবি, গাজা সীমান্তে হামলা চালানোর সময় ‘কারিগরি ত্রুটির’ কারণে বোমাটি ওই এলাকায় পড়ে। খবর সিএনএনের।

বুধবার সকালের ওই ঘটনার পরেই অবশ্য নিজেদের পক্ষে সাফাই গেয়েছে আইডিএফ। তারা দাবি করছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই গাজা সীমান্তের দুই কিলোমিটার দূরে ইতজাকের কাছে ইসরায়েলি ভূখণ্ডের ওপর যুদ্ধবিমান থেকে কয়েকটি বোমা পড়ে গেছে। নেতানিয়াহুর গাজা সফরের দিনেই ঘটেছে এই বিপত্তি। অন্য দিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের জন্য কোনও আন্তর্জাতিক মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া হবে না। কাৎজ বলেন, হামাসের উপর চাপ বাড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

তবে সেই সঙ্গেই গাজায় মোতায়েন সেনার গতিবিধি নিয়ন্ত্রণের বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরেই গাজায় নৃশংস আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনারা। এর পর স্থল অভিযানে মধ্য ভূখণ্ডও গ্রাস করে ইসরায়েলি বাহিনী। ঘরবাড়ি, হাসপাতাল, ধূলিসাৎ করে দেয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিশানা গাজা ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্ত রাফা। সেখান থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সেখানে সেনা অভিযান শুরু হলে বহু ফিলিস্তিনি হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।