তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে এনজিও কর্মীদের ভ’মিকা পালনের আহবান

বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

জাতির সংবাদ ডটকম : তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে এনজিও কর্মীদের ভ’মিকা পালনের উদাত্ত আহবান জানানো হয়েছে।

তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে জনগণের মধ্যে সচেতনাতা বাড়াতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এনজিও কর্মীদের জন্য এক প্রশিক্ষন কর্মশালায় এই আহবান জানানো হয়।

প্রতিবন্ধিতা ও স¦াস্থ্য অধিকার নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ’বাংলাদেশ ব্লাইন্ড মিশন (বিবিএম)’ ১৭ই এপ্রিল (বৃহস্পতিবার) রাজশাহী শহরের নিউ মার্কেট এলাকায় সেফ গার্ডেন রেস্টুরেন্টে এই প্রশিক্ষনের আয়োজন করে।

“তামাকের নেতিবাচক প্রভাব এবং এটি প্রতিরোধের উপায়” শীর্ষক এই আয়োজনে অংশ নিয়েছিলেন রাজশাহীর স্থানীয় প্রায় ২৫ জন এনজ্ওি কর্মী এবং মসজিদের খতিব।

অনুষ্ঠানের শুরুতেই বিবিএম এর এডমিন এন্ড ফাইনান্স ম্যানেজার খন্দকার আবেদুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।

এরপর ট্রেনিং এর মূল উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলেন বিবিএম এর প্রজেক্ট অফিসার তারেক মাহমুদ।

মূল আয়োজনে জাতীয়ভাবে খ্যাতিমান উন্নয়ন পরামর্শদাতা শুভাশিস চন্দ্র মহন্ত তার আলোচনায় তামাকের বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করেন। তারপর তামাকের ক্ষতিকর দিক গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এনজ্ওি কর্মী এবং মসজিদের খতিবের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন যে, তামাকজাত পণ্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনাতা বাড়াতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।এনজ্ওি কর্মীদের সামাজিক প্রচারনার মাধ্যমে এবং মসজিদের খতিবদের মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানের মাধ্যমে সমাজে তামাকের ভয়াবহ চিত্র উঠানো সম্ভব। সেই সাথে মানুষকে সচেতন করাও সম্ভব।

সবশেষে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক তামাকের চিকিৎসা পদ্ধতি গুলো আলোচনা করেন।

অংশগ্রহণকারী এনজ্ওি কর্মী এবং মসজিদের খতিবরা তামাকের ব্যাবহার কমাতে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে এনজ্ওি কর্মী এবং মসজিদের খতিব তামাক পণ্য ব্যবহার না করার জন্য লোকদের প্ররোচিত করার লক্ষ্যে সচেতনাতা বাড়াতে তাদের ভূমিকা পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএম এর নাসিরুজ্জামান হিরোক। এছাড়াও অনুষ্ঠানে বিবিএম এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।