আগামীকাল খোয়াই এয়ার ট্রাভেলসের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা

শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার অন্যতম সেবাধর্মী ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খোয়াই এয়ার ট্রাভেলস এর উদ্যোগে আগামীকাল ১৯ এপ্রিল রোজ শনিবার অনুষ্ঠিত হবে বৃহৎ পরিসরে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে জেলার শায়েস্তাগঞ্জ থানা সংলগ্ন বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে।

খোয়াই এয়ার ট্রাভেলসের ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ থেকে এবছর ১০১৪ জন হজ্জযাত্রী পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন। যাত্রার পূর্বে যথাযথ প্রস্তুতি, আনুষ্ঠানিকতা এবং ধর্মীয় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করার জন্যই প্রতি বছরের ন্যায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করবেন হজ্জযাত্রীসহ তাদের পরিবারবর্গ এবং খোয়াই এয়ার ট্রাভেলসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি আবুল হাসিম জানান- হজ্জের বিভিন্ন রীতি-নীতি, করণীয় ও আচরণগত দিক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে যাত্রীরা আত্মবিশ্বাসের সঙ্গে এবং সুশৃঙ্খলভাবে হজ্জ পালন করতে সক্ষম হবেন। এ জন্যই হজ্জ পালনের আগে সঠিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

এই প্রশিক্ষণ কর্মশালাকে ঘিরে হজ্জযাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলে একটি উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন-
অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, ফকিহ মাওলানা জাহাঙ্গীর আলম মোজাহিদ, মুফতি মাওলানা ফরিদ আহমেদ, উপাধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা জামাল আহমদ সাহেব, মাওলানা ইরফান আহমেদ আলী সাহেব, মাওলানা মুফতি সালেহ আহমদ, কাজী মাওলানা আব্দুল হাই সাহেব, মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেবসহ অভিজ্ঞ মোয়াল্লেমগণ।

এই কর্মশালার মাধ্যমে হজ্জযাত্রীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাস্তবিক দিকনির্দেশনাও লাভ করবেন, যা তাদের হজ্জ পালনে হবে সহায়ক ও ফলপ্রসূ।

উল্লেখ্য, খোয়াই এয়ার ট্রাভেলস দীর্ঘদিন ধরে হজ্জ ও ওমরাহ যাত্রীদের বিশ্বস্ততার সঙ্গে সেবা দিয়ে আসছে এবং তাদের পেশাদারিত্ব ও আন্তরিক সেবার মানে দেশব্যাপী একটি সুপরিচিত নাম হিসেবে পরিচিতি লাভ করেছে।