পারভেজ হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সোমবার, এপ্রিল ২১, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

রবিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল শুরু করেন।

 

বিক্ষোভ মিছিল পূর্বে বক্তারা অবিলম্বে পারভেজ এর খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। জুলাই বিপ্লব হয়েছিল নিরাপদ দেশ গড়ার, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য কিন্তু সেটা দৃশ্যমান হচ্ছে না। স্বৈরাচার হাসিনা আমলের সংস্কৃতি বর্তমানে হতে দেওয়া যাবে না। পারভেজ হত্যাকাণ্ডের দায়ভার শুধু খুনির নয়, এর দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।