লায়ন্স ক্লাব ঢাকা মহানগরের উদ্যোগে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেন মীর নেওয়াজ আলী

মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

 

 

নিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী উদ্যানে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মানবিক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ। তিনি বলেন। সকলে মিলে এক সাথে কাজ করলে ছিন্নমূল মানুষরা দুবেলা দুমুঠো খাবার খেতে পারবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ, যারা সকলে মিলে এই মহতী কার্যক্রম বাস্তবায়নে অংশ নেন। আয়োজনটি প্রায় ২ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়। এবং সমাজে সকলের কাছে সহযোগিতার বার্তা পৌঁছে দেয়। মীর নেওয়াজ আলী নেওয়াজ লায়ন্স ক্লাবকে সাধুবাদ জানিয়ে সবাইকে অনুপ্রাণিত এবং আগ্রহী হয়ে এই ধরনের জনকল্যাণ ও সেবামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান।

লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কাজের কার্যক্রম অব্যাহত থাকবে ভবিষ্যতে । আয়োজকরা আশা প্রকাশ করেন যেন আগামীতে আরো ব্যাপক পরিসরে এই মহতি কাজ যেন করতে পারেন তারা।