কুয়েট শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের আহ্বান শিক্ষা উপদেষ্টার

মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটের উপাচার্য মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

আজ মঙ্গলবার বিকালে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলার সময় এ অনুরোধ জানিয়েছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান জানান, শিক্ষা উপদেষ্টা উষ্ণ আবহাওয়ায় অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে পারেন এমন আশঙ্কা প্রকাশ করেন। সেজন্য তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। একইসঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতিও তিনি তার উদ্বেগের কথা জানিয়েছেন।

ফোনালাপে ড. আবরার শিক্ষার্থীদের আশ্বস্ত করে আরও বলেন, সরকার তাদের দাবি সম্পর্কে অবগত আছে। খুব শীঘ্রই একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কুয়েটে যাবে। প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে চলমান সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত, সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ৩২ জন ছাত্র। গতকাল সোমবার বিকাল ৪টায় ক্যাম্পাসের ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের’ বারান্দায় তারা এ কর্মসূচি শুরু করেন।