চিংড়া ধর্মপুর আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি রফিকুল

মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা রফিকুল ইসলাম।

 

গত সোমবার (২৮ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা বোর্ড, কর্তৃক ৪ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। যার মেয়াদ আগামী ৬ মাস।

 

তিনি চিংড়া গ্রামের মৃত্যু নওয়াব আলী সানার ছোট ছেলে।

 

এ প্রসঙ্গে রফিকুল ইসলাম জানান, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নিতে ভূমিকা রাখবে এ পরিচালনা পর্ষদ কমিটি। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।

 

তিনি আরো বলেন, শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক, মানবিক গুনাবলি সম্পন্ন জাতি গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই।

 

আমরা মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের, সৎ , দেশপ্রেমিক ও মানবিক গুণাবলি সম্পন্ন জাতি গড়তে বদ্ধপরিকর।