ঢাকাস্থ আলকরা ফোরামের মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।।

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি : ঢাকায় বসবাসকারী চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ব্যাক্তিদের নিয়ে গঠিত ২০০৯ সালে ঢাকাস্থ আলকরা ফোরাম।

আলকরাকে কি ভাবে উন্নত শিক্ষা, সাংস্কৃতি, মাদক মুক্ত পরিবেশে পরিচালিত করা যায়। আলকরা ইউনিয়নকে রাজনৈতিক, সামাজিক, এবং উন্নয়নের রোল মডেল হিসেবে

গড়ে তোলাই সংগঠনটির উদ্দেশ্য।

ঢাকাস্থ আলকরা ফোরামের মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর

সাবেক সংসদ সদস্য কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। মঙ্গলবার (২৯ এপ্রিল )

সন্ধায় মতিঝিল এ জি বি কলোনীয় কমিনিটি সেন্টারের মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির বর্তমান সভাপতি সৈয়দ একরামুল হক হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর ড. পেয়ার আহমদ লক্ষিপুর গ্রাম এর কৃতি সন্তান। আর উপস্থিত থাকেন ওবায়দুর রহমান (কাইচ্ছুটি) (সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম (আসফালিয়া)।

বাংলাদেশের শীর্ষ ঔষধ কোম্পানি বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও আলকরা ফোরামের সাবেক সভাপতি ড. লকিয়ত উল্লাহ মিলন।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যাংকার সৈয়দ আব্দুলাহ মোহাম্মদ সালেহ। প্রাণ ও আরএফএল প্লাস্টিক কোম্পানীর সিইও আব্দুল কাইয়ুম (সাতচর)। বাংলাদেশ পুলিশ এর সাবেক এএসপি জহিরুল ইসলাম সবুজ (আলকরা)

কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ ইকবাল হোসেন মজুমদার।

সাবেক সচিব জাফর আহমেদ চৌধুরির ছেলে চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী, সভাপতি (অল ব্রডকাস্টার্স কমিউনিটি)

হাবের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গোলাম সারোয়ার। সড়ক ও জনপদে বিভাগের সাবেক প্রধান অর্থনীতিবিদ সৈয়দ ফয়জুল্লাহ।

দত্তসার রহমানিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের। লাটিমী গ্রুপের চেয়ারম্যান রফিক ভূঁইয়া। এপেক্স গ্রুপের সিইও জনাব আব্দুল মোমেন (কাইচ্ছুটি) বায়োফার্মা গ্রুপের জেনারেল ম্যানেজার ফাইন্যান্স শহীদ হাজী সুরুজ মিয়ার ছেলে কাজী হুমায়ন কবীর। দত্তসার আশু মেম্বার এর ছেলে ইউটা গ্রুপের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন আজাদ। বিশিষ্ট সাংবাদিক নাজমুল আহসান স্বপন (শিলরী)

এতে আরও উপস্থিত ছিলেন আজাদ চৌধুরী (শ্রীপুর), ডা.কামরুল ইসলাম, ঢাকাস্থ আলকরা ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ ভূঁইয়া, সার্বিক তত্বাবধায়নে জহির উদ্দিন রাসেল, কাজী মামুন, তৌহিদ চৌধুরী, মোহাম্মদ আলী টিপু রহিম উল্লাহ, তানভির আহমেদ, গোলাম কিররিয়া, আলমগীর হোসেন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার হারিস উদ্দিন, কাজী ইসমাইল আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোলাইমান ফারুকী।