সাপাহারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

বৃহস্পতিবার, মে ১, ২০২৫

 

 স্টাফ রিপোর্টারঃ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস- ২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাপাহার উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা সদরের জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র‍্যালি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সভাপতি সাদেকুল হক শাহ্ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-১ (সাপাহার- পোরশা-নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল আলম।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আবুল খায়ের তরুন, ফেডারেশনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার,মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।