
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের শিক্ষার্থীদের রুমে রুমে সংরক্ষিত মৌসুমী ফল বিতরণ করেছে হল প্রশাসন।
শনিবার (৩ মে) সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে হলের প্রতিটি রুমে লিচু ও জামরুল বিতরণ করা হয়।
জানা যায়, গত ২৮ এপ্রিল ওই হল প্রভোস্ট নির্দিষ্ট এরিয়ায় অপরিপক্ক ফল না ছেঁড়ার জন্যে নোটিশ দিয়েছিলেন। পরে লিচু ও জামরুল পরিপক্ব দেখা দিলে পেরে শিক্ষার্থীদের খাওয়ানো হয়। হলের অন্যান্য ফল পরিপক্ক হলে একইভাবে বিতরণ করা হবে বলে জানান হল প্রভোস্ট।
হলের আবাসিক শিক্ষার্থী সাজেদুর রহমান বলেন, “আমাদের হল প্রভোস্ট স্যার মৌসুমের শুরুতেই নির্দেশ দিয়েছিলেন, আমরা যেন গাছের ফল না পাড়ি, যাতে করে ফল পরিপক্ক হলে সকলে মিলে সেগুলো খেতে পারি। আজ হল প্রশাসন প্রতিটি রুমে লিচু বিতরণ করেছে। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিভিন্ন ফলের গাছে পূর্ণ। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সেই ফলগুলো সংগ্রহ করে আমাদের মাঝে বণ্টন করার উদ্যোগ নিত, তাহলে সকলে ক্যাম্পাসের ফল খেতে পারতাম।”
সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট বলেন, “আমরা ইতিপূর্বে নোটিশ দিয়েছিলাম, কোনো ছাত্র যেন গাছের ফল না পাড়ে। এই ফলগুলো আবাসিক ছাত্রদের অধিকার, এগুলো তাদের হক। আমি ছাত্রদের দিয়ে আজ লিচু ও জামরুল গাছ থেকে সংগ্রহ করিয়েছি এবং প্রতিটি রুমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। অতীতে এটা করা হতো না। একটি নির্দিষ্ট গোষ্ঠী এসব ফল সংগ্রহ করত। নতুন বাংলাদেশে আমরা হলের সকল ছাত্রের মধ্যে এই ফলগুলো বণ্টন করে দিতে বদ্ধপরিকর।